(১) প্রথমে একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, যে আত্মহত্যা করবে সেই ব্যক্তির ঘরে ফ্যানের সাথে ঝুলার জন্যে অবশ্য ই চেয়ার অথবা উচু কোন জিনিসের প্রয়োজন হবে......সুশান্তের আত্মহত্যার রুমে না ছিল কোন চেয়ার, না ছিল ফাঁসির দড়ির পাশে কোন উঁচু কোন জিনিস!!! তাহলে আত্মহত্যা করার জন্যে সুশান্ত ভৌতিক ভাবে ১৫/১৬ ফুট লম্বা হয়ে গিয়েছিল?
(২) যে ফাঁসি দিয়ে মারা যায় তার শরীরের অন্য কোন পরিবর্তন হোক বা না হোক তার ঘাড় অবশ্যই ভাংগা থাকবে, চোখ বের করা থাকবে,পা বাঁকা থাকবে......সুশান্তের মৃত দেহের ছবিটি ভালো করে দেখলে বুঝতে পারবেন ওর এক চোখ খোলা অন্য চোখ বন্ধ!! পোস্ট মর্টেম রিপোর্টে ও উল্লেখ ছিল ওর ঘাড় ভাংগেনি!!
(৩) যে আত্মহত্যা করবে তার দুই হাতের কব্জিতে ১০ আংগুলের ছাপ থাকবে কেন?? এতে স্পষ্ট ই বোঝা যায় ওকে কয়েকজন জোড় করে চেপে ধরে রেখেছিল!!
(৪) যারা ই বলিউডে খান, কাপুর, কারণ কে নিয়ে প্রতিবাদ করে শুধু তাদের ই ডিপ্রেশন থাকে? আর,ওরা সবাই আত্মহত্যা করে মারা যায়? আজ পর্যন্ত বলিউডে যতোজন এভাবে মারা গেছে সবার ইতিহাস ঘেটে দেখুন, সবাই এসব স্বজন প্রীতি নিয়ে প্রতিবাদ করেছিল যার ফল মৃত্যু দিয়ে ভোগ করেছে....
এমন ১০০০ টা কারন ব্যাখ্যা করা যাবে যাতে এটা স্পষ্ট বোঝা যায় পর্দার এম,এস ধনী আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে.......আমরা সাধারণ মানুষ যদি ঘটনাস্থল না গিয়ে এতো কিছু বের করতে পারি তাহলে ভারতীয় পুলিশ আর সিবিআই কি ঘোড়ার ঘাস কাটে বসে বসে!!! আসলে বিচার কে ধামা চাপা দেওয়ার অপচেষ্টা চলছে তা বোঝা ই যাচ্ছে.....
** হাসিখুশি, প্রানবন্ত চমৎকার সুদর্শন একজন মধ্যবিত্ত ঘরের একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারের কি অবস্থা হয় তা এসব আজন্মা রা বুঝবেনা.......
No comments:
Post a Comment