Sunday, July 12, 2020

"অপ্রত্যাশিত ভালোবাসা " ৫ম পর্ব




জলের সাথে সম্পর্ক হওয়ার পর থেকে প্রতিটি দিন অন্তুর কাছে স্বপ্নের মতো লাগছিল....জল সাধারণত সবার আগেই আসে ওর বাসায়, আজো অনেকটা আগেই চলে এসেছে। অন্তু এই কয়েক দিনে জল কে একবার ও ভালো করে দেখেনি তাই আজ জল আসতেই সে তাকে সামনে বসিয়ে রেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এভাবে তাকানো তে জল অনেকটা বিব্রতবোধ করল। কিন্তু অন্তু গভীর মনোযোগ দিয়ে তাকে দেখতে লাগল। কি সুন্দর চোখ, ঠোঁট দুটি গোলাপি, জলের গঠনটা অন্য সব মেয়েদের থেকে অন্তুর কাছে একেবারেই ব্যতিক্রম মনে হলো। জল অনেক মোটা কিন্তু অন্তুর চোখে নাকি সেটাই জল কে আরো অতুলনীয় করে তুলেছে।

জলঃ কি দেখছেন এমন করে?

অন্তুঃ দেখছে, আমার স্বপ্নটা কে!! স্রষ্টার সকল সৃষ্টির মাঝে যে তুমি এক অন্য উপমা!
জলঃ আমি ত তেমন সুন্দর নই, যতোটা আপনি ভাবেন। কথা বলে জল উঠে আয়নার সামনে দাঁড়িয়ে চোখের কাজল টা ঠিক আছে কি না দেখতে লাগল। অন্তু ওকে পিছন থেকে এসে জড়িয়ে ধরতেই জল হঠাৎ করেই রেগে উঠল...........

জলঃ আমি এটা আশা করিনি আপনার কাছে! আমার অনুমতি ছাড়া আপনি গায়ে টাচ করলে কেন? কি ভাবেন আমাকে?

অন্তু বুঝতে পারলো না জল এতো ছোট্ট একটা ব্যাপারকে এতো বড় করে দেখছে কেন? অন্তু কিছু একটা বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল! অন্য ছাত্র-ছাত্রী রা এসে পড়েছে!

অন্যরা রুমে ঢুকেই জলের গম্ভীর মুখ দেখে কিছুটা অনুমান করতে পেরেছে যে কিছু একটা হয়েছে কিন্তু সেটা কি তা কেউ ধরতে পারল না। অন্তু অনেক চেষ্টা করল সবাইকে মনোযোগ দিয়ে পড়ানোর, কিন্তু কিছুতেই আজ ওর মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। ওর চোখ বারবার জলের দিকে আটকে যাচ্ছিল। জল একদম গম্ভীর হয়ে গেছে। অন্তু মনে মনে নিজেকে অনেক গালি দিতে লাগলো......
কেন এমন করল সে! আজকে জল কে সরি বলতে হবে। এটা ভেবে জলকে কিছু একটা বলতে যাবে, এমন সময় জান্নাত বললঃ স্যার, আপনার কি মন খারাপ? সেই কখন থেকে এতো জোড়ে জোড়ে ডাকছি আপনি শুনতেই পাচ্ছেন না!
জান্নাতের কথায় অন্তুর হুশ ফিরল! তাইতো! ও কোন জগতে হারিয়ে গেছে যে অন্যদের এতো বার ডাক ও ওর কাছে পৌঁছাতে পারেনি! মুখে একটা কৃত্রিম হাসি আনার চেষ্টা করল কিন্তু হাসি আসলো না, জলের চেহারা দেখে মাঝ পথেই হাসি ফিরে গেছে!

অন্তু জান্নাতের দিকে ফিরে বললো ঃ কিছু হয়নি, মাথা ব্যথা করছিল তাই খেয়াল করিনি!
কথাটা যে একেবারেই মিথ্যা তা ধরতে অন্যদের তেমন সময় লাগলো না। কিন্তু এবার অন্য কেউ কিছু বলার আগে জল বললঃ স্যার, সবার সামনে আমি গত সপ্তাহে আপনাকে propose করেছিলাম কিন্তু আপনি আমাকে সবার সামনেই অপমান করেছিলেন। কথাটা সবার সামনেই বলি- আমি এতোদিন আপনার সাথে প্রেমের অভিনয় করেছিলাম! আসলে, ভালো বাসা জিনিসটা আমার জন্য নয়, আমি ভালোবাসাতে বিশ্বাস করিনা। সবাই আমাকে আপনাকে প্রস্তাব দেওয়ার জন্যে অনেক বাজে কথা শুনিয়েছিল, তখন ই ভেবে নিয়েছিলাম আপনার অপমান টা আপনাকে ফিরিয়ে দিবো! I am sorry....... আমি এতোদিন শুধু আপনার সাথে অভিনয় করেছি, মাফ করে দিবেন। কথাটা বলে জল ব্যাগ নিয়ে চলে গেল রুম থেকে.....

জলের এই রকম কথায় অন্তুর পাশাপাশি সব মেয়েরাও অবাক হয়ে তাকিয়ে রইলো একে অন্যের দিকে! নন্দিনি মাথা নিচু করে নখ কামড়াতে লাগলো, জান্নাত "থ" হয়ে তাকিয়ে তাকিয়ে জলের চলে চাওয়া দেখছিল, আহমেদ আর সাজু টেবিলের উপর একটা থাপ্পড় দিয়ে বললঃ
স্যার, এটা কি! জল ত কাউকে কোন পরোয়া ই করতাছে না! ওর যখন যা মন চায় তা ই করতাছে! আপনে বলে ওরে ঘর থেকে ধরে নিয়ে আসি!

অন্তুর ওদের কথার দিকে কোন খেয়াল নেই। ওর মনে হচ্ছে ওর পায়ের নিচের মাটি সরে গেছে! পা দুটি কাঁপছে! কিছুতেই মন কে বোঝাতে পারছে না যে এতোদিন জল অভিনয় করেছে! পরিচয় টা অল্প দিনের হলেও অন্তু জল কে অনেক বেশি ভালো বেসে ফেলেছে,ওর মনে হচ্ছিল জল রাগের জন্যে এসব বলেছে, কালকে হয়তো ঠিক ই ফিরে এসে সরি বলবে।তাই নিজেকে সামলানোর চেষ্টা করে
অস্পষ্ট স্বরে বললঃ আজ তোমাদের ছুটি।

***সবাই চলে যাওয়ার পর অন্তু বারান্দায় ফুল গাছের পাশে দাঁড়িয়ে বার বার আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, জল যেনো কাল ফিরে আসে! মনে মনে বললঃ এইবার ও ফিরে আসলে আমি আর ওকে কখনো স্পর্শ করবো না......

No comments:

Post a Comment